এইচ,এম ইমরান, শৈলকুপা (ঝিনাইদহ):

ঝিনাইদহের শৈলকুপায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো) এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে শৈলকুপা উপজেলা আসাফোর সভাপতি গোপাল দে’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইদুর রহমান সজল। এছাড়াও সংসদ সদস্য ও বিশিষ্ট সংগীত শিল্পি মমতাজ বেগম, চিত্রনায়ক ফেরদৌস এবং সংগীত শিল্পি কাজী শুভ, প্রিয়াংকাসহ খ্যাতিনামা শিল্পিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত হয়। এছাড়াও আসাফোর কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শনিবার সন্ধ্যায় কেক কেটে ও বর্ণিল আতষবাজির মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর অনুষ্ঠানে আগত হাজারো কন্ঠে ধ্বনিত হয় ‘শুভ শুভ শুভদিন, বঙ্গবন্ধুর জন্মদিন’। অনুষ্ঠানে আমন্ত্রিত অংকুর নাট্যগোষ্ঠির শিল্পিরা বঙ্গবন্ধুকে নিয়ে গিতিনাট্য পরিবেশন করেন। অনুষ্ঠানে উপজেলাসহ আশপাশ এলাকা থেকে হাজার হাজার নারী-পুরুষ উপস্থিত হয়। গানে গানে দর্শকদের মন মাতিয়ে তোলেন শিল্পিবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার তারেক আল মেহেদী ও শৈলকুপা থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেনসহ কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *