এইচ,এম ইমরান, (শৈলকুপা) ঝিনাইদহ:
১৯৭১ সালের ১৪ই অক্টোবর ঝিনাইদহের শৈলকুপার আবাইপুর যুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার আবাইপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও আবাইপুর ইউনিয়ন পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ জাতীয় পতাকা উত্তোলন করেন।
শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস,এম মুনিম লিংকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সভাপতি ও শৈলকুপা আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই।
বিশেষ অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও মির্জাপুর ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মনোয়ার হোসেন মালিথা ও বীর মুক্তিযোদ্ধা রইচ উদ্দিনসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন