এইচ,এম ইমরান, শৈলকুপা (ঝিনাইদহ):
প্রাথমিক সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১১তম গ্রেড ও প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডের দাবিতে ঝিনাইদহের শৈলকুপায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শৈলকুপার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ কর্মসূচীর আয়োজন করে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি।
এতে ব্যানার ফেস্টুন নিয়ে উপজেলার বিভিন্ন এলাকার শিক্ষক-শিক্ষিকারা অংশ নেয়। ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে সংগঠনটির উপজেলা শাখার সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক শরিফুল ইসলামস, সিনিয়র সহ-ভাপতি মাজেদুর রহমান, ফারজানা ববি, সহ-সভাপতি রফিকুল ইসলাম, উপদেষ্টা শরিফা খানম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন ও নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষিকা প্রমুখ।
বক্তারা, প্রধান শিক্ষকের পরের ধাপেই ১১তম স্কেলে বেতন নির্ধারন ও সহকারী প্রধান শিক্ষকের পদ বাতিল করার দাবী জানান। দ্রুত এ দাবি বাস্তবায়ন করা না হলে কঠোর কর্মসূচীর ঘোষণা দেন। মানববন্ধন শেষে নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন।
এদিকে সকালে এমপি আব্দুল হাইকে হত্যা পরিকল্পনার ষড়যন্ত্রের প্রতিবাদে উপজেলার গাড়াগঞ্জ বাসষ্ট্যান্ডে শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। মানববন্ধনে গাড়াগঞ্জ মিঞা জিন্নাহ আলম ডিগ্রী কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও বালিকা বিদ্যালয়ের প্রায় ২ হাজার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। মিঞা জিন্নাহ আলম ডিগ্রী কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলাম, মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি শামীম হোসেন মোল্লা ও প্রধান শিক্ষক মোখলেছুর রহমান এবং বালিকা বিদ্যালয়ের সভাপতি সাব্দার হোসেন মোল্লা ও প্রধান শিক্ষক ইব্রাহিম খলিলের নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, এমপি আব্দুল হাইকে হত্যার পরিকল্পনার কথোপকথনের অডিও রেকর্ড ফাঁস হয়ে যায়। এ ঘটনায় দু’জনকে গ্রেফতার করে পুলিশ। আদালতে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে।