ফারহানা আক্তার, জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা রিক্সা/ভ্যান শ্রমিক কল্যাণ ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা ও বনভোজন অনুষ্ঠিত হয়। শনিবার দুপুরে পাঁচবিবি গোহাটি চত্বরে সংগঠনের সভাপতি আনিছুর রহমান বাচ্চুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট-১ আসনের সাংসদ এ্যাডঃ সামছুল আলম দুদু এমপি।
এসময় উপস্থিত বক্তব্য রাখেন জয়পুরহাট সদর উপজেলা চেয়ারম্যান এস এম সোলাইমান আলী, পাঁচবিবির উপজেলা চেয়ারম্যান মনিরুল শহিদ মুন্না, নির্বাহী অফিসার মো. বরমান হোসেন, থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব, উপজেলা আ.লীগ সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, বালিঘাটা ইউপি চেয়ারম্যান বিপ্লব চৌধুরীসহ সংগঠনের শত শত রিক্সা-ভ্যান শ্রমিকরা।
সভার আগে একটি র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে গোহাটির সভাস্থলে এসে শেষ হয়। সভা শেষে শ্রমিকদের অংশগ্রহনে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠান সার্বিক পরিচালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক খালেকুল ইসলাম বকুল্