ঢাকা অফিসঃ
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী সরকার এবং গার্মেন্টস-কল-কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক পক্ষের প্রতি আহবান জানিয়ে বলেছেন, শ্রমিকদের বেতন-ঈদভাতা দ্রুত দিন, যাতে করে তারা ঈদের আগেই তাদের প্রয়োজনীয় কেনাকাটা করতে পারেন।
২৪ এপ্রিল সকাল ১০ টায় যাত্রাবাড়ি থানা নতুনধারার খাদ্য সামগ্রী প্রদান অনুষ্ঠানে তিনি উপরোক্ত কথা বলেন। এসময় তিনি আরো বলেন, শ্রমিক দিবস আসলেই আমাদের রাজনৈতিক-প্রশাসনিক ব্যক্তিরা বলেন, শ্রমিকের অধিকার রক্ষায় সরকার এই করেছে, সেই করেছে; কিন্তু শ্রমিকদের দুঃখ বেদনা তারা দেখতে পায় না। যদি দেখতে পেতো শ্রমিকদের বেতন-ঈদ ভাতার জন্য আজ আমাদেরকে দাবি জানাতে হতো না, আন্দোলন করতে হতো না।
মতিঝিল থানা নতুনধারার সভাপতি তাহেরা আহমেদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার রবিউল আলম খান, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, ডা. মিথিলা খান, সবিহ উল আলম প্রমুখ।