লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় রঞ্জু (৫৫) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের চৌধুরীর মোড় এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনি মারা যান।
নিহত রঞ্জু মিয়া একই উপজেলার ভোটমারী ইউনিয়নের নোহালী এলাকার মৃত ভেলু শেখের ছেলে।
কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির জানান, বুধবার দুপুরে রঞ্জু মিয়া বাইসাইকেল যোগে তুষভান্ডার যাচ্ছিলেন। পথিমধ্যে চৌধুরী মোড় এলাকায় একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়েছে।