মোঃ আবু হাসান,, বিভাগীয় প্রতিনিধি,, খুলনা,
সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল কবিরের বাড়িতে গুলিবর্ষণ ও বোমা হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ১১ টার দিকে সদর উপজেলার কুচপুকুর গ্রামে এ ঘটনা ঘটে। ২০১৩ সালে জামায়াত-শিবিরের হামলায় নিহত আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলামের ছেলে নেতা রাসেল কবির।
রাসেল কবিরের চাচা নজরুল ইসলাম জানান, তার ভাইপো রাসেল বাড়ির উঠানে বসে ছিলেন। হঠাৎ তাকে লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি বর্ষণ ও দুটি বোমা মারে দুর্বৃত্তরা। কিন্তু সে দ্রুত ঘরে ঢুকে যাওয়ায় সেগুলো দেয়ালে লেগেছে। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে তিনি আরো জানান। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন মোল্লা জানান, ঘটনাস্থলে পাঁচ-ছয়টি ককটেল বিস্ফোরণের আলামত এবং দুইটি গুলির খোসা পাওয়া গেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন