মোঃ মোনারুল ইসলাম (মনির)
গাইবান্ধা জেলা প্রতিনিধি:
উপজেলার ৫ নং ফরিদপুর ইউনিয়নের মিরপুর গ্রামের একটি বাড়িতে টিউবওয়েল স্থাপন করতে গিয়ে গ্যাস জাতীয় পদার্থ মাটির নিচ থেকে উঠেছে।
জানা যায় ৩ জুলাই শুক্রবার দুপুরে মিরপুর গ্রামের মোঃ রুবেল মিয়ার বাড়িতে টিউবওয়েল স্থাপন কাজ শুরু করে বডিং মিস্ত্রীরা ।কাজ শুরুর পর মাটির ২০০ ফুট নিচে পাইপ গেলে বালু বের না হয়ে বাতাস বের হয় । এরপর মিস্ত্রীরা পাইপের মুখে নাক দিলে গ্যাস জাতীয় পদার্থর গন্ধ পায় । বিষয়টি বাড়ির মালিককে জানালে তিনি এসে একটি পাঠ কাঠিতে আগুন নিয়ে পাইপের মুখে ধরলে আগুনের শিখা তৈরি হয় । টিউবওয়েল থেকে গ্যাস বের হচ্ছে এমন খবর ছড়িয়ে পড়লে মুহূর্তে শত শত গ্রামবাসী ঐ বাড়িতে ভিড় জমায় ।
মোঃ সুজন সরকার নামের এক প্রত্যক্ষদর্শী জানান , মাটির নিচ থেকে গ্যাস উপরে উঠছে শুনতে পেয়ে আমি এখানে ছুটে এসে দেখি সত্যিই পাইপের মুখে আগুন জ্বলছে ।
এ বিষয়ে ৫ নং ফরিদপুর ইউনিয়নের চেয়ারম্যান মো রনিউল ইসলাম দুলা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমি বিষয়টি জানার পর তাৎক্ষনিক ভাবে ফায়ার