মোরশেদ মন্ডল ,সাপাহার(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যেগে এলাকার গরীব ও অসহায়দের মাঝে সেমাই চিনি বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টার দিকে উপজেলার নিশ্চিন্তপুর প্রাথমিক বিদ্যালয় চত্বরে প্রভাষক নাসির হায়দারের সঞ্চালনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাহিদুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে মাইপুর মধ্যপাড়া যুব সংঘের আয়োজনে প্রায় শতাধিক গরীব ও অসহায়দের মাঝে সেমাই, চিনি ও মাস্ক বিতরণ করা হয়। এছাড়াও ঈদের দিন ওইসব দুঃস্থদের মাছে কোরবানীর মাংশ বিতরণ করা হবে বলে জানান আয়োজকরা।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার থানার তদন্ত কর্মকর্তা আল মাহমুদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মিলন হোসেন সহ সংগঠনের নের্তৃবৃন্দ।