মোরশেদ মন্ডল , সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: মহামরী করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় নওগাঁর সাপাহারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদার এমপি’র ব্যক্তিগত তহবিল থেকে বরাদ্দকৃত ত্রান সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি সাজেদুল আলম, ইউনিয়ন আ’লীগের সভাপতি সাদেকুল ইসলাম, সাধারন সম্পাদক ভুট্টু পাহান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জান সমাপন প্রমূখ।
উল্লেখ্য যে, মহামারী করোনা ভাইরাস মোকাবিলায় উপজেলার ৬টি ইউনিয়নে ঘরবন্দী অসহায়, কর্মহীন মোট ৩ হাজার পরিবারদের মধ্যে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে। এছাড়াও করোনা মোকাবিলায় সচেতনতা মূলক লিফলেট সহ মাস্ক বিতরণ অব্যহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন