মোরশেদ মন্ডল , সাপাহার নওগাঁ প্রতিনিধি: ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে নওগাাঁর সাপাহারে খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার (এমপি)’র ব্যক্তিগত উদ্যেগে অসহায় দুস্থ: শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার বেলা সাড়ে ১১টায় সদর ইউনিয়ন পরিষদ হল রুমে এই কম্বল বিতরণ করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী বাবু সাধন চন্দ্র মজুমদার এম.পি’র নিজস্ব তহবিল থেকে ৩শ’ ৪০জন শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন মন্ত্রী কন্যা প্রকৌশলী তৃণা মজুমদার। উক্ত শীত বস্ত্র বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী। এসময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, নওগাঁ জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক রনজিত সরকার, সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী, মহিলা আ’লীগের সভাপতি ফাহিমা বেগম, সাধারণ সম্পাদক ইস্ফাত জেরিন মিনা প্রমূখ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন