মোরশেদ মন্ডল , সাপাহার(নওগাঁ) প্রতিনিধি: সারা দেশের ন্যায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে নওগাঁর সাপাহারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন ও ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস-২০২০ উপলক্ষ্যে মোটর শোভাযাত্রা অভ্যর্থনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার জিরোপয়েন্টে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদারের নের্তৃত্বে নওগাঁ জেলা সদর হতে একটি বিশাল গাড়িবহর ও বর্ণাঢ্য শোভাযাত্রা প্রবেশ করলে শোভাযাত্রাটিকে সাপাহার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাগত অভ্যার্থনা জানান সাপাহার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন , উপজেলা নির্বাহী কর্মকর্তা কল্যাণ চৌধুরী, সাপাহার থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই নিউটন । এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, সহকারী কমিশনার (ভ‚মি) সোহরাব হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী মোল্লা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার প্রমূখ। উক্ত শোভাযাত্রায় উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গনমাধ্যম কর্মী সহ বিভিন্ন শ্রেণী-পেশার জনগন অংশগ্রহন করেন।