মোরশেদ মন্ডল ,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে প্রায় ৫লক্ষ টাকার নকল কীটনাশক ধ্বংস করা হয়েছে।
বৃহষ্পতিবার বিকেল ৫টায় থানা চত্বরের বাইরে ওই নকল কীটনাশকগুলো ধ্বংস করা হয়।
জানা গেছে, উপজেলার হুজরাপুর গ্রামের ইন্তাজ আলীর ছেলে শরিফুল তার কীটনাশকের দোকানে এমিন্যান্স কোম্পানীর নকল লেবেল লাগানো ছত্রাক নাশক কীটনাশক রেখে অবৈধভাবে বিক্রয় করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে উপজেলা কৃষি কর্মকর্তার নের্তৃত্বে স্থানীয় থানা পুলিশ শরিফুলের দোকানে অভিযান চালায়। এসময় শরিফুলের দোকান থেকে ৩২৪ বোতল সিলেক্ট প্লাস-৫০০মিলি নকল কীটনাশক উদ্ধার করে। শরিফুল প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তী সময়ে জব্দকৃত কীটনাশক গুলো উপজেলা কৃষি অধিদপ্তরের আওতায় নিয়ে বৃহষ্পতিবার বিকেল ৫টার দিকে থানা চত্বরের বাইরে ধ্বংস করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আতাউর রহমান সেলিম, এমিন্যান্স কোম্পানীর আরএসএম (বগুড়া) আঃ রহমান, আরএসএম (রাজশাহী) জোবায়ের হোসেন প্রমূখ।