মোকসেদ মন্ডল , সাপাহার (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী আইহাই মাঠে “মরহুম আব্দুল জলিল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট” র সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার আইহাই ফুটবল মাঠে আইহাই উদয়ন সংসদের আয়োজনে উক্ত খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলা স্পন্সর করেন স্থানীয় মধুইল বাজারে অবস্থিত সূর্যমুখী কিন্ডারগার্টেন স্কুল।
এসময় উক্ত খেলা পরিচালনা কমিটির সভাপতি ফয়জুল হক মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন আইহাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হামিদুর রহমান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইহাই ইউনিয়ন আ’লীগের সভাপতি সাদেক আলী, সাধারণ সম্পাদক মোকতার হোসেন জুয়েল, পাতাড়ী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সূর্যমুখী কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী মনিরুল ইসলাম মনির সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলার সার্বিক তত্বাবধানে ছিলেন মানবিক বাংলাদেশ সোসাইটি সাপাহার শাখাে সভাপতি শাহরিয়ার রাসেল।
উক্ত খেলায় ধামইরহাট বনাম বদলগাছী মুখোমুখি অংশগ্রহণ করে। নির্ধারিত সময়ের শেষে বদলগাছী ১-০ গোলে জয়লাভ করে।
খেলা শুরুর আগে দর্শনার্থীদের মাঝে মাস্ক বিতরণ করেন সূর্যমুখী কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী মনিরুল ইসলাম মনির ও উক্ত স্কুলের শিক্ষার্থীরা।