মোরশেদ মন্ডল , সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহারে ঢাকা ফেরত ৩ ব্যক্তিকে হোমকোয়ারেন্টাইন না মানার ফলে সাপাহার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে গঠিত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি’র দিক নির্দেশনা অনুযায়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরীর উদ্যেগে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের এই ব্যাবস্থা গ্রহন করা হয়। যাতে করে যারা ঢাকা সহ ঢাকা বা অন্য জেলা উপজেলা থেকে আসবে তাকে বাধ্যতামূলক হোমকোয়ারেন্টাইন মানতে হবে। যদি কেউ হোম কোয়ারেন্টাইন না মেনে এলামেলো ভাবে ঘুরে বেড়ায় তাদের কে প্রশাসন কর্তৃক নির্ধারিত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত হয় গ্রহন করা হয়। এ বিষয়ে সার্বিক সহযোগীতা করবে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
ঘোষনা পরবর্তী সময়ে মঙ্গলবারে ঢাকা ফেরত তিন জন লোক হোম কোয়ারেন্টাইন না মেনে নিজের মতো করে ঘুরে বেড়াচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই তিন জনকে নিয়ে এসে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টার সাপাহার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সেন্টারে রাখেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী জানান, ঢাকা ফেরত বা অন্য জেলা উপজেলা থেকে কোন ব্যক্তি এসে হোক কোয়ারেন্টাইন না মেনে ঘুরে বেড়ায় প্রশাসন জানতে পারলে আমাদের নির্ধারিত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হবে। এবং সকলকে বাড়িতে থাকার আহব্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *