কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম, পীরগঞ্জ, নোয়াখালীসহ দেশের বিভিন্নস্থানে সাম্প্রদায়িক হামলা এবং পেঁয়াজ, তৈল, চালসহ দ্রব্যমূল্যের দাম উর্ধ্বগতির প্রতিবাদে কুড়িগ্রামে পথসভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার(২৭ অক্টোবর) সকাল ১১ টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এর উদ্যোগে বিজয় স্তম্ভ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রদক্ষিণ শেষে দাদামোড়ে পথসভা ও বিক্ষোভ করে এসময় বক্তব্য রাখেন, কুড়িগ্রাম সিপিবি’র সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ আনসার,সহ-সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান রাজু, নারী নেত্রী সুব্রতা রায়, পারুল বেগম প্রমুখ ।
প্রতিবাদ এ কর্মসূচিতে বক্তারা দেশের বিভিন্নস্থানে সাম্প্রদায়িক হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের কঠোর শাস্তির দাবি জানান । পাশাপাশি দেশের দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে সরকারের কঠোর সমালোচনা করে দ্রব্যমূল্যের দাম কমানোর দাবি করেন,
উল্লেখ্য- দেশের বিভিন্নস্থানে সাম্প্রদায়িক হামলা এবং দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সারাদেশের পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে কুড়িগ্রামে এ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয় ।