।।জিএম রাঙ্গা।।
সারাদেশের ন্যায় ১৫ জুন বৃহস্পতিবার কুড়িগ্রামের সকল উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গনে ২৫টি করে এবং আনসার-ভিডিপি ক্লাব-সমিতি প্রাঙ্গনে ১০টি করে বৃক্ষের চারা রোপন করা হয়। চিলমারীতে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান শাহীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র‌্যালী ও বৃক্ষরোপন কার্যক্রম উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান আজাদ। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চিলমারী আনসার ও ভিডিপি’র উপজেলা প্রশিক্ষিকা মোছাঃ সাজেদা খাতুন ও প্রশিক্ষক মোঃ নুরুজ্জামান শাহীন।

অন্যান্য উপজেলায় বৃক্ষরোপন কার্যক্রম ও র‌্যালীতে নেতৃত্বদান করেন রাজারহাটে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ জেসমিন নাহার অন্যদের মধ্যে ছিলেন উপজেলা প্রশিক্ষিকা ছালমা বেগম, উপজেলা প্রশিক্ষক জিয়াউর রহমানসহ আনসার কমান্ডার ও ভিডিপি দলনেতা-দলনেত্রী।

নাগেশ্বরীতে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রাজেন চন্দ্র সরকার ও উপজেলা প্রশিক্ষক বিপ্লব কুমার পালসহ আনসার কমান্ডার ও ভিডিপি দলনেতা-দলনেত্রী, কুড়িগ্রাম সদরের উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন ও উপজেলা প্রশিক্ষক মাসুদুর রহমানসহ আনসার কমান্ডার ও ভিডিপি দলনেতা-দলনেত্রী।

ভুরুঙ্গামারীতে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আনিছুর রহমান, উপজেলা প্রশিক্ষিকা মনোয়ারা বেগম এবং প্রশিক্ষক মাইদুল ইসলাম মুরাদসহ আনসার কমান্ডার ও ভিডিপি দলনেতা-দলনেত্রী।

রৌমারীর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জয় রায় ও উপজেলা প্রশিক্ষিকা মোছাঃ নুরজাহানসহ আনসার কমান্ডার ও ভিডিপি দলনেতা-দলনেত্রী।

রাজিবপুরের উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম ও উপজেলা প্রশিক্ষক আ স ম নাসিরুল ইসলামসহ আনসার কমান্ডার ও ভিডিপি দলনেতা-দলনেত্রী।

উলিপুরে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা জাহানুর বেগম ও উপজেলা প্রশিক্ষক মোঃ শরিফুল ইসলামসহ আনসার কমান্ডার ও ভিডিপি দলনেতা-দলনেত্রী।

ফুলবাড়ীতে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা হোসনে আরা ও উপজেলা প্রশিক্ষক মোঃ মোমিনুল ইসলামসহ আনসার কমান্ডার ও দলনেতা-দলনেত্রীগণ।

এছাড়াও কুড়িগ্রাম জেলা দপ্তরে ৭৫টি বৃক্ষ রোপন করা হয়। বৃক্ষ রোপন কার্যক্রম ও র‌্যালীতে নেতৃত্ব দান করেন সহকারী জেলা কমান্ড্যান্ট ও জেলা কমান্ড্যান্ট (চলতি দায়িত্ব) মোঃ ইবনুল হক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা দপ্তরের হিসাবরক্ষক গোলাম মোস্তফা রাঙ্গা, অফিস সহকারী আঞ্জুমানারাসহ অন্যান্য কর্মচারী এবং ব্যাটালিয়নের বিভিন্ন পদবী সদস্যগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *