এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
২০২১-২০২২ অর্থ বছরে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেস-টু প্রজেক্ট (এনএটিপি-২) প্রকল্পের আওতায় দিনাজপুরের খানসামা উপজেলায় সিআইজি প্রতিনিধিদের অংশগ্রহণে সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ মে) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ইউএনও রাশিদা আক্তারের সভাপতিত্বে সিআইজি কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ভারপ্রাপ্ত এটিএম সুজাউদ্দিন শাহ লুহিন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মাহবুবুর রশীদ, এনটিপি-২ প্রকল্পের উপ-পরিচালক মুহাইমিনুর রশীদ, উপজেলা কৃষি কর্মকর্তা বাসুদেব রায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, মৎস্য কর্মকর্তা রতন কুমার বর্মন ও উপজেলার ৬০টি সিআইজি দলের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *