মোঃ হাসানআলী (সিরাজগঞ্জ প্রতিনিধি)

সিরাজগঞ্জে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন,মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামান্য চিত্র প্রর্দশনী, শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে কুজকাওয়াজ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা সহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়।

দিবসটি উপলক্ষে রোববার(২৬মার্চ) সুর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনীর পর মুক্তির সোপান সংলগ্ন বিজয় সৌধে পুষ্পস্তবক দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সদর আসনের সংসদ সদস্য ডাঃ হাবিবে মিল্লাত, জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, আওয়ামীলীগ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড,প্রেসক্লাব,উদীচী শিল্পী গোষ্ঠি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

এছাড়াও বিভিন্ন মসজিদ, মন্দির,গীর্জা ও অন্যান্য উপাসলয়ে জাতির শান্তি সমৃদ্ধি দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনায় মোনাজাত ও প্রার্থনা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, প্রতি ফুটবল প্রতিযোগিতা, হাসপাতাল, জেলখানা, এতিমখানায় উন্নত মানের ইফতার ও খাবার পরিবেশন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *