মোঃ হাসান আলী (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
দ্বিতীয় সাপ্তাহের শুক্রবারে সাড়ে চার শতাধিক গরীব অসহায় ও দুঃস্থদের দুপুরে পেটপুরে খাওয়ালেন- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং সাবেক সিরাজগঞ্জ পৌর কাউন্সিলর হাজী মোঃ আব্দুস সাত্তার।

শুক্রবার (৬ অক্টোবর ) সরেজমিনে গিয়ে দেখা যায়, জুময়া’র নামাজ শেষে সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি মতি সাহেবের ঘাটে সংলগ্ন সততা ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর কার্যালয়ে সমানে অসহায় ও দুঃস্থদের খাওয়ান তিনি।
খেতে আসা কাটাংঙ্গা গ্রামের আব্দুল কুদ্দুসের সাথে কথা বললে তিনি জানান, প্রতি শুক্রবারের জুমার নামাজ শেষে একবেলা খাওয়ান হাজী আব্দুস সাত্তার সাহেব। তিনি দানবীর মানুষ। সমাজের অসহায় ও দুঃস্থদের জন্য অনেক কিছু করছে। তেমনি একটি ভালো কাজ গরীবদের খাওয়ানো। এ কাজের বিনিময়ে তিনি অসহায় ও দুঃস্থ মানুষের কাছে আপন দিন দিন হয়ে ওঠেছেন । খেলাম সাদা ভাত, ডিম, ডাউল ও পায়েস।

হাজী আব্দুস সাত্তার বলেন,মানুষ মানুষের জন্যে। মানুষের জন্য কাজ করতে পারলে। কোন কিছু দিতে পাড়লে এটা যে কত আনন্দের।যারা করে তারা বুঝে এটার কত মর্ম ।রিজিকের মালিক মহান আল্লাহ তা’আলা। আমি মাত্র উষিলা । যতদিন বেঁচে আছি ততদিন খাওয়ানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেনো আমাকে দিয়ে এসব ভালো কাজ করান। আজ সাড়ে চার শতাধিক গরীব অসহায় মানুষদের খাওয়ালাম । আগামীতে এর চেয়ে বেশি মানুষকে খাওয়াতে পড়ি আল্লাহ তা’আলা আমাকে তৌফিক দান করুন।

এসময় বিশিষ্ট ব্যবসায়ী এসএম মুসা, ক্রিকেটার্স ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশন অব কোয়াব সিরাজগঞ্জ জেলা শাখার সাংগঠিক সম্পাদক খালেদুজ্জামান জুয়েল, জাহিদ হাসান, সিরাজগঞ্জ পৌর ১২নং ওয়ার্ড আওয়ামূলীগের সাধারন সম্পাদক মোঃ হান্নান, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম, নুরুল ইসলাম টেক্কা, সততা সমবায় সমিতি লিমিটেড এর কোষাধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, মের্সাস এস কন্সট্রাকশনের হিসাব বিভাগের ম্যানেজার মোঃ রুহুল আমিন আপু উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *