জাহাঙ্গীর আলম চৌধুরীঃঃ
সুনামগঞ্জের ছাতকে দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচী পালনের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বিজয় দিবস উদযাপন করা হয়েছে। রোববার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ পালন উপলক্ষে সকাল ১০টায় ছাতক বহুমুখী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীর মধ্যে কবিতা আবৃত্তি, বঙ্গবন্ধুর ভাষন প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমানের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়ের পরিচালনায় অনুষ্ঠিত পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত মোঃ লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম। এসময়, ছাতক সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈনুল হোসেন চৌধুরী, কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, সমাজসেবা কর্মকর্তা শফিউর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা শফিক মিয়া, বিদ্যালয়ের সহাকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আজাদ সহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে দুপুরে উপজেলা পরিষদের কনফারেন্স হলে, বীর মুক্তিযোদ্ধা সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনোয়ার রহমান তোতা মিয়ার সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাহাদাত মোহাম্মদ লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবি পুলিন চন্দ্র রায়, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবিব ও বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন বুলি প্রমুখ। এসময় উপজেলার বিভন্ন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাগন উপস্থিত ছিলেন।

এদিকে, বিকেলে ছাতক থানা পুলিশের উদ্যোগে বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরনে জাতি সংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন ও কেক কাটা অনুষ্টানে সভাপতিত্ব করেন ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন, ছাতক থানা উপ-পরিদর্শক হাবিবুর রহমান পিপিএম এর পরিচালনায় অনুষ্টিত আনন্দ উদযাপন অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। বিশেষ অতিথিরর বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) বিল্লাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমান। বীর মুক্তিযুদ্ধা নিজাম উদ্দিন বুলি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব চক্রবর্তী, ওসি তদন্ত ও অপারেশন মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, আফজাল হোসেন, পৌর কাউন্সিলর ইরাজ মিয়া, সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি রশিদ আহমদ, ছাতক রিপোর্টার্স ইউনিটির সদস্য সচিব শাহ আক্তারুজ্জামান, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আফতাব উদ্দিন।

এসময়, অনুষ্ঠানে পৌর কাউন্সিলর তাপস চৌধুরী, রশিদ আহমদ খছরু, আফরোজ মিয়া, আওয়ামী লীগ নেতা সাব্বির আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি রাসেল আহমদ, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, দূর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক বিশ্বজিৎ ঘোষ, ইসলামপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সুনু, ছাতক অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি ফজল উদ্দীন, সাধারণ সম্পাদক অলিউর রহমান, সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ ও সাংবাদিক ফয়ছল আহমদ প্রমূখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *