নিজস্ব প্রতিবেদকঃ শেখ মোঃ সাইফুল ইসলাম।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১০ নং শান্তিরাম ইউনিয়নের মধ্যপরাণ গ্রামের রফিকুল ইসলামের পুত্র সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির অঙ্গসংগঠন জাতীয় যুবসংহতির উপজেলা আহ্বায়ক রুবেল মিয়াকে একটি অবৈধ পিস্তল ও ছয় রাইন্ড গুলিসহ গত রাতে তাঁর নিজ বাড়ি থেকে আটক করেছে সুন্দরগঞ্জ থানা পুলিশ।
থানা সুত্রে জানা যায়, উপজেলার শান্তিরাম ইউনিয়নের মধ্যপরাণ গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ আব্দুল্লাহেল জামান, এস,আই জাহাঙ্গীর আলম, এস,আই সেলিম রেজা, এস.আই শামছুল হক ও সঙ্গীয় ফোর্স নিয়ে শান্তিরাম ইউনিয়নে অভিযানে নামেন থানা পুলিশ।
অভিযান চলাকালে গত রাতে মধ্যপরাণ গ্রামের রফিকুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে পুত্র রুবেল মিয়ার ঘর হতে একটি অবৈধ পিস্তল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করে রুবেল মিয়াকে গ্রেফতার করেছেন পুলিশ।
গ্রেফতারের বিষয়ে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহেল জামানের সঙ্গে কথা হলে, তিনি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি অবৈধ পিস্তল ও ছয় রাউন্ড গুলি রুবেলের বাড়ি থেকে উদ্ধার করে রুবেল-কে গ্রেফতার করা হয়েছে।