ক্বারী মো: আবু জায়েদ খাঁন (গাইবান্ধা জেলা বুরো প্রধান) : সুন্দরগঞ্জ উপজেলাধীন তারাপুর ইউনিয়নের নওহাটী চাচিয়া গ্রামের নুর আলম মিয়ার ছেলে মুদির দোকান মালিক রাজু মিয়াকে একই গ্রামের জহির উদ্দিনের ছেলে মিলন মিয়া, শামছুল হকের ছেলে সাইদুল মিয়া, দুলা মিয়ার ছেলে মঞ্জু মিয়া ও মৃত খাইরুজ্জামানের ছেলে আব্দুল রাজ্জাক গংরা দীর্ঘদিন থেকে রাজু মিয়ার নিকট চাঁদা দাবী করে আসছিলেন। রাজু সাবেক এমপি আব্দুল আজিজ মিয়ার বাড়ির পশ্চিম পাশের্^ রুপভানের মোরে দোকান করে আসছেন। গত মঙ্গলবার সকাল আনুমানিক ৮.৩০ ঘটিকার সময় দোকানদারের নিকট টাকা চাহিলে উক্ত মালিক টাকা দিতে অস্বীকার জ্ঞাপন করলে দুবৃত্তরা তাকে অর্তকিতভাবে মারধর করে গুরুত্বর আহত করে। আহতর চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে তাৎক্ষনিক ভাবে আহতকে সুন্দরগঞ্জ হাসপাতালে ভর্তি করে দেন। আহত বর্তমানে সুন্দরগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন