nap-05-02-2017
ঢাকা সংবাদদাতাঃ
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং প্রবীণ পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।

রবিবার গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় দলের চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, রাজনৈতিক অঙ্গনে মতপার্থক্য থাকাটা স্বাভাবিক। এই মতপার্থক্যের পরও বলতে হবে সংসদীয় রাজনীতিতে সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন অন্যন্য প্রতিভার অধিকারী। সুরঞ্জিত ছিলেন অসাধারণ সংসদে। তার বাগ্নীতা, তীক্ষ্ণ যুক্তি আর উপস্থাপনার কোনো জুড়ি ছিল না। ভবিষ্যতে এমন একজন পার্লামেন্টারিয়ান আসবে কি না তা সময়ই বলে দেবে। তবে এখন অবধি সংসদে যারা বসেছেন, তাদের মধ্যে সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন অনন্য।

নেতৃদ্বয় বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা থেকে শুরু করে দেশের সকল অধিকার আদায়ের সংগ্রামে তাঁর অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

শোক বার্তায় নেতৃদ্বয় তার আত্মার শান্তিকামণা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন