ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধি
ভুরুঙ্গামারীর সোনাহাটে এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যু হয়েছে। ওই বৃদ্ধের নাম কুদ্দুস আলী। তিনি ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের মাহিগঞ্জ চান্দুনিয়া এলাকার কান্দের কুটি গ্রামের বাসিন্দা। কুদ্দুস আলী(৮৫)র বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দুরের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বঙ্গসোনাহাট ইউনিয়নের বানুরকুটি গ্রামের জনৈক তারিফুল ইসলামের নির্মানাধীন বিল্ডিংয়ের কাছেই এলাকাবাসী
শুক্রবার সকালে ডোবায় লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ডোবা থেকে কুদ্দুস আলীর লাশ উদ্ধার করে ময়না তদন্ত ছাড়াই হস্তান্তর করে।
স্থানীয়রা জানান, কুদ্দুস আলী শারীরিক প্রতিবন্ধী ও ভবঘুরে প্রকৃতির লোক ছিলেন।
ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন বলেন, পরিবারের সদস্যদের অভিযোগ না থাকায় কুদ্দুস আলীর লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।