ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর দিয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে প্রেম কিসকো (১৭) নামের ভারতীয় এক কিশোরকে আটক করেছে বিজিবি। সে ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার আলিপুর থানার চকলেটোরা গ্রামের ইসানুল কিসকোর ছেলে।

জানাগেছে, রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ভারতীয় ওই কিশোর সাইকেল চালিয়ে আন্তর্জাতিক সীমানা পিলার ১০০৯ সংলগ্ন সোনাহাট স্থলবন্দর সড়ক দিয়ে বাংলাদেশের সোনাহাট স্থলবন্দর এলাকায় প্রবেশ করে। এসময় সোনাহাট বিওপির টহলরত বিজিবি সদস্যরা তাকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বিজিবিকে জানায়, সোনাহাট স্থলবন্দরের ভারতীয় অংশের গেট খোলা থাকায় ভুলবশত বাংলাদেশে প্রবেশ করেছে।

কুড়িগ্রামের ২২ বিজিবি ব্যাটালিয়নের সোনাহাট ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার গোলম রাব্বানী জানান, আটক কিশোরকে পতাকা বৈঠকের মাধ্যমে রাতেই বিএসএফের নিকট হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন