মোঃ জাবেদুল ইসলাম –
স্বাধীনতা মানে অদম্য সাহস,
দূর্বার প্রতিবাদ।
স্বাধীনতা মানে অবিরাম সংগ্রাম,
বেঁচে থাকার অধিকার।
স্বাধীনতা মানে অন্যায় অনাচারের,
বিরুদ্ধে রুখে দাড়াবার।
স্বাধীনতা মানে শোষনের বিরুদ্ধে
একতা হবার।
স্বাধীনতা মানে বঙ্গবন্ধু,
শেখ মুজিবুর রহমান।
স্বাধীনতা মানে ত্রিশ লাখ শহীদের,
আত্মবলিদান।
স্বাধীনতা মানে বীর সেনাদের,
অটুট মনোবল।
স্বাধীনতা সবুজের উপর,
লাল সূর্য টকটক।
স্বাধীনতা মানে স্বাধীন দেশ,স্বাধীন জাতি,
স্বাধীনভাবে বাঁচার।