কবি -সিরাজুল ইসলাম মুন্টু
স্বাধীন পতাকার জন্য
নয় মাস হয়েছিল
রক্তক্ষয়ী যুদ্ধ মানুষ
মেরেছে ওরা নির্বিচারে।
স্বাধীন পতাকার জন্য
বিরান হয়েছে অনেক
জনপদ, লোকালয় শহর
বন্দর গ্রাম গঞ্জ।
স্বাধীন পতাকার জন্য
বাঙালী মেতে ছিল মরন
খেলায়, তখন জীবন ছিলো
ওদের কাছে তুচ্ছ জিনিস।
স্বাধীন পতাকার জন্য
অসংখ্য মানুষ স্বজন হারা
বিভীষিকাময় দিন গুলো
এখনো মনে শিহরন জাগায়।
স্বাধীন পতাকার জন্য
পাগল ছিল বীর বাঙালী
দেশ মাতাকে মুক্ত করতে
জীবন দিলো নির্দিধায়।