১/১১ তত্ত্বাবধায়ক সরকার আমলে আলোচিত জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন এমন কথাই জোরালো হচ্ছে ফেনী তথা দেশের রাজনীতিতে । বিভিন্ন গণমাধ্যমকর্মী এবং এলাকাবাসীর সাথে সাম্প্রতিক সময়ে তিনি যেসব আলাপ চারিতা করেছেন তাতে তার নির্বাচনে অংশ গ্রহনের বিষয়টি পরিস্কার হয়ে উঠছে। তিনি গণমাধ্যমকর্মী ও তার আপনজনদের ফেনী-৩ আসন থেকে নির্বাচনে অংশগ্রহনের কথা জানিয়েছেন। তবে তিনি কোন দল থেকে নির্বাচন করবেন নিজ থেকে এখনো কোন ঘোষণা না করলে ও সময় মত গণমাধ্যমকর্মীদের তা জানাবেন বলে জানিয়েছেন। এদিকে জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণাকে ফেনীর রাজনীতির আগামীর মাস্টারপ্ল্যান হিসাবে দেখছেন অনেকে। এতে গত ৩ দশক ফেনীর বিভিন্ন সংসদীয় আসনের রাজনীতিতে চলে আসা ফেনী কেন্দ্রিক কিছু নেতার দাপটের রাজনীতির অবসানের সম্ভাবনা দেখা দিবে। গত ৫ বছর সোনাগাজির নির্বাচিত সংসদ সদস্য রহিম উল্লাহ তার নির্বাচনী এলাকায় যেতে পারেনি রাজনীতির ফেনী সিন্ডিকেটের কারনে। বর্তমান সরকার সোনাগাজীতে বাস্তবায়ন করছে হাজার হাজার কোটি টাকার অর্থনৈতিক জোন। এই অর্থনৈতিক জোন কেন্দ্রিক ফেনী সিন্ডিকেটের নগ্ন থাবা বিস্তার করার আশঙ্কা প্রকাশ করছেন সুধিজনেরা। সোনাগাজীতে ফেনী সিন্ডিকেট এর দাপট কমাতে জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর বিকল্প যে নেই তা আ’লীগের কেন্দ্রীয় পর্যায়ের অনেকে অবগত আছেন। বর্তমানে যে সব নেতা ফেনী-৩ আসন থেকে আ’লীগের মনোনয়ন চাচ্ছেন তাদের অনেকে ফেনী সিন্ডিকেট এর কাছে অসহায়। ফেনীর জনগন মনে করে, ফেনীতে সিন্ডিকেট রাজনীতির অবসান ঘটাতে জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর মত শক্ত নেতার প্রয়োজন ফেনীর যে কোন একটি আসনে । এতে রাজনীতির নামে যে হরিলুট ও অপশাসন হচ্ছে তা চিরতরে বন্দ হবে। জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী নোয়াখালী প্রতিদিনকে জানান জনগণ চাইলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে নির্বাচন করবেন। ওয়ান ইলেভেনকে ঘিরে তাকে নিয়ে নানা বিতর্ক থাকলেও তিনি সে বিতর্কের উর্ধ্বে থেকে একজন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা হিসেবে নিজের পেশাগত দায়ীত্ব পালন করেছেন বলে তিনি দাবি করেছেন। ১/১১ তত্ত্বাবধায়ক সরকার আমলে আলোচিত জেনারেল (অব.) মাসুদ। সম্প্রতিক সময়ে রাজনৈতিক দলের নেতা কর্মীদের পাশাপাশি সাধারন মানুষও তার সাথে সৌজন্য সাক্ষাত করছেন। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ফেনী জেলা তথা সোনাগাজী উপজেলায় রাস্তা-ঘাট সহ এলাকার অবকাঠামো উন্নয়নের ব্যাপক ভুমিকা রেখেছেন। এদিকে তার নির্বাচনে প্রার্থীতা নিয়ে প্রকাশ্যে ঘোষণা না আসায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা হচ্ছে তিনি কোন দল থেকে প্রার্থী হচ্ছেন। জেনারেল মাসুদের প্রার্থীতা নিয়ে বিএনপি থেকেও আ’লীগের নেতাকর্মীদের মাঝে বেশী উৎসাহ উদ্দীপনার লক্ষ্য করা যাচ্ছে বেশি। আ’লীগের মনোনয়ন প্রত্যাশী অনেক নেতা এবং সিন্ডিকেট নেতাদের মাঝে হতাশা লক্ষ করা যাচ্ছে । তারা জেনারেল (অব.) মাসুদ এর এমন ঘোষনা মেনে নিতে পারচেন না। অন্যদিকে খালেদা জিয়া পরিবারের আত্মীয় হিসেবে জেনারেল (অব.) মাসুদ পরিচিত হলেও বিএনপি থেকে নির্বাচন করার কোন সম্ববনা নেই। কেননা বি এন পি তাদের পরিনতির জন্য ১/১১ এর কলাকৌশলীদের দায়ী করে । আর জেনারেল (অব.) মাসুদ ১/১১ এর কলাকৌশলীদের একজন।
লেখক: সম্পাদক নোয়াখালী প্রতিদিন।