কাজী শাহ্ আলম
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিন্দুর্না ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনকে কেন্দ্র করে পাল্টাপাল্টি হামলায় নৌকা ও আনারস প্রতিকের সমর্থকদের মধ্যে এক সংর্ঘষে প্রতিদ্বন্ধী ২ প্রার্থীসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় প্রার্থীরা একে অপরকে দোষারোপ করছেন।
রবিরার রাতে উপজেলার সির্ন্দুনা ইউনিয়নের হলদীবাড়ী গ্রামে এ সংর্ঘষের ঘটনা ঘটে।
নৌকা প্রতিকের প্রার্থী নুরল আমিন ও আনারস প্রতীকের স্বতন্ত্র পার্থী আরিফুল ইসলাম সহ উভয় পক্ষের আহতরা স্থানীয় হাসপাতালে ভর্তি হয়েছে। অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন বলে জানাগেছে।
বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে থাকলেও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। নৌকার প্রার্থী নূরল আমিন বলেন, আমি লোকজন নিয়ে প্রচারণায় গেলে আনারস প্রতীকের প্রার্থী ও তার লোকজন আমার লোকজনের উপর হামলা চালায়।
স্বতন্ত্র প্রার্থী আরিফুল ইসলাম বলেন, আমরা প্রচারণায় গেলে নৌকা প্রতিকের প্রার্থী ও সমর্থকরা আমাদের উপর হামলা চালায় ।
হাতীবান্ধা থানার ওসি শাহা আলম বলেন, এ ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।