ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ ২৮.৬.১৭
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় হা-ডু-ডু খেলাকে কেন্দ্র করে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় ৭জন আহত হয়েছেন । লাঞ্ছিত করা হয়েছে বড়ভিটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে। এদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর।
গত মঙ্গলবার ঈদ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে অফিসার্স ক্লাবের সামনে ৪দলের হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। খেলা চলাকালীন সময় সহকারী রেফারীর সিদ্ধান্তকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বি দল বড়ভিটার সমর্থকরা রেফারীর উপর চড়াও হলে বাকবিতান্ডার ঘটনা ঘটে। এরেই রেশ ধরে পরাজিত দলের সমর্থকরা আবারও সহকারী রেফারী মিজানুর রহমানের ওপর চড়াও হয়ে পূবালী ব্যাংকের সামনে পেয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খয়বর আলী সংঘর্ষ থামানোর চেষ্টা করতে এসে তিনিও লাঞ্ছিত হন। ওই চেয়ারম্যানের ছেলে গোলাম রব্বানী রানার মাথা আঘাত লেগে ফেটে যায়। আহত হন রফিকুল ইসলাম ও মিজানুর রহমান ,লাকু ,জলিল,হাসেন সহ ৭জন । এদের মধ্যে রানা ও রফিকুল ইসলামকে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) খন্দ্রকার ফুয়াদ রুহানী বলেন,অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষ আইনাগত ব্যবস্থা নেয়া হবে ।