কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম সদরের পুলিশ ফাঁড়ির মাদকবিরোধী অভিযানে গ্রেফতারকৃত আসামী রাজীব সরকার অপু (৩৯), পিতা মৃত শংকর লাল সরকার, গ্রাম পুরাতন হাসপাতাল পাড়া ,রিভারভিউ মোড় এবং আমিনুল ইসলাম (৩৩), পিতা মোহাম্মদ আকবর আলী, গ্রাম খলিফার মোড়, ইউনিয়ন – হলোখানা উভয়কে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১১১ বোতল বাংলা বা দেশী মদ যাহার পরিমাণ ২৫ লিটার ৯৬০ মিলিলিটার ।
কুড়িগ্রাম পৌরসভার কালীবাড়ী এলাকায় “আমরা কজনা” পূজা মণ্ডপের সামনে সরকারি জায়গায় আসামী অপু’র নির্মিত পশ্চিম দুয়ারী একচালা টিনের ঘরের ভিতরে মাদকগুলো সংরক্ষণ করছিল।
আসামীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬-১ এর সারণি ২৪ এর খ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।