রংপুর প্রতিনিধি
১১-২০গ্রেড সরকারি চাকরীজীবি জাতীয় ফোরাম রংপুর বিভাগীয় সম্মেলণ-২০২১ইং অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার নগরীর স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত রংপুর বিভাগীয় সম্মেলনে সভাপতিত্ব করেন ১১-২০ গ্রেড সরকারি চাকরীজীবি জাতীয় ফোরাম রংপুর বিভাগীয় কমিটির আহবায়ক মোঃ হুমায়ুন কবীর। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।
১১-২০ গ্রেড সরকারি চাকরীজীবি জাতীয় ফোরাম রংপুর বিভাগীয় কমিটির সদস্য সচিব মোঃ মোখলেছুর রহমান ও সুরত ডেইজি নুর এর মনোমুগ্ধকর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধক ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ১১-২০ গ্রেড সরকারি চাকরীজীবি জাতীয় ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ মিরাজুল ইসলাম।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ১১-২০ গ্রেড সরকারি চাকরীজীবি জাতীয় ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ মোঃ ফরিদ আহমেদ।
অতিথির বক্তব্য রাখেন রাখেন প্রেস ক্লাব রংপুরের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ওয়াদুদ আলী, রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম আলমগীর ও রিপোর্টার্স ক্লাব রংপুরের সহ-সভাপতি ও দৈনিক প্রথম খবর পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ তাজিদুল ইসলাম লাল।
সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ১১-২০ গ্রেড সরকারি চাকরীজীবি জাতীয় ফোরাম কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক ইসমাইল হোসেন টিপু, প্রচার সম্পাদক আব্দুল করিম খান, ঢাকা মহানগর প্রতিনিধি তৌহিদুল ইসলাম, রংপুর জেলা প্রতিনিধি মফিজুর রহমান মিল্টন, শারমিন বিনতে রহমান, লালমনিরহাট জেলা প্রতিনিধি রেজাউল করীম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি মুকুল হক, দিনাজপুর জেলা প্রতিনিধি বিপ্লব রায়, ঠাকুরগাও জেলার যূগ্ম আহবায়ক আকতারুজ্জামান, রংপুর বিভাগীয় যুগ্ম আহবায়ক আব্দুল করীম ও রংপুর বিভাগীয় যুগ্ম আহবায়ক সাজেদা সাজু।
সম্মেলনে বক্তারা দূর্ত নবম পে-কমিশন গঠন করে চলমান বেতন বৈষম্য দুরীকরনের মাধ্যমে নবম পে-স্কেল ঘোষণা ও বর্তমান বাজার ব্যবস্থা অনুযায়ী পে-স্কেল প্রদানের পূর্ব পর্যন্ত সর্ব-নি¤œ ৪০% মহার্থ ভাতা প্রদান এবং নবম পে-স্কেল বাস্তবায়ন কমিটিতে ১১-২০ গ্রেড এর কর্মচারী প্রতিনিধি অর্ন্তভূক্ত করাসহ ৫দফা দাবী বাস্তবায়নের আহবায়ন জানান।
সম্মেলন শেষে সাজেদা সাজুকে সভাপতি ও মোখলেছুর রহমানকে সাধারণ সম্পাদক করেন ৫১ সদস্য বিশিষ্ঠ ১১-২০ গ্রেড সরকারি চাকরীজীবি জাতীয় ফোরাম রংপুর বিভাগীয় কমিটি গঠণ করা হয়।