মারুফ সরকার ,বিনোদন প্রতিনিধি : মগবাজার জলপাই রেস্টুরেন্টে আগামী ৭ ফেব্রুয়ারিতে প্রিমিয়ার হবে সানি আজাদের নতুন গান তোর লাগিয়া। এটি মুক্তি পাবে পদ্মা মিউজিক এ।

‘তোর লাগিয়া’ শিরোনামের গানটির কথা লিখেছেন জনপ্রিয় গীতিকার অনুরূপ আইচ। তার জীবনের বাস্তব কাহিনী নিয়ে গানটি লিখেছেন তিনি। গানের মিউজিক্যাল ফিল্মটিও নির্মাণ হচ্ছে এই গীতিকারের বাস্তব জীবন নিয়েই। সুর এবং মিউজিক করেছেন রিয়েল আশিক। ভিডিও নির্মাণ করছেন বি এম সাইফুল ইসলাম।এই মিউজিক্যল ফিল্মটিতে অভিনয় করছেন সানি আজাদ, অবন্তী এবং আকলিমা লিমা প্রমুখ।

সানি আজাদ বলেন, গানটির অসাধারণ সুর এবং মিউজিক করেছেন রিয়েল আশিক। অনুরূপ দা’র কথায় এর আগেও আমি দুটি গান করেছি। কিন্তু এ গানটি আমার অন্যরকম ভালোলাগা। আমার আত্ববিশ্বাস আপনারা নিরাশ হবেন না।

অনুরূপ আইচ বলেন, সানি গানটি অসাধারণ গেয়েছে। রিয়েলও মিউজিক করেছে অসাধারণ। গানটি নিয়ে সানি অনেক পরিশ্রম করছে। আশা করছি ভালো কিছু আস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন