এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
অতিরিক্ত মদপানে দিনাজপুরের খানসামা উপজেলায় ১৭ বছর বয়সী আরও এক কিশোরের মৃত্যু হয়েছে। এনিয়ে অতিরিক্ত মদপানে মৃতের সংখ্যা ২জন।
জানা যায়, বৃহস্পতিবার রাতে উপজেলার খামারপাড়া ইউনিয়নের জুগীরঘোপা গ্রামের আলতাফ চেয়ারম্যান পাড়া এলাকায় ঐ এলাকার রহিদুল ইসলামের ছেলে জহুরুল (১৭) অসুস্থ অবস্থায় বাড়ি আসলে তার পরিবার সদস্যরা নেশা জাতীয় দ্রব্য সেবনের বিষয়টি টের পেলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এখানে তার স্বাস্থ্যের অবনতি হলে দিনাজপুর মেডিকেল নিয়ে যাওয়া হয়। সেখানেই গত রাতে তার মৃত্যু হয়।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে খামারপাড়া ইউনিয়নের জুগীরঘোপা গ্রামের আলতাফ চেয়ারম্যান পাড়া এলাকায় রাশেদুল ইসলামের ছেলে রাব্বী (১৬) নেশা জাতীয় দ্রব্য পানের কারনে ঘটনাস্থলেই বেহুঁশ হয়ে যায়। শুক্রবার সকালে বাড়ির পাশের রসুন ক্ষেত থেকে মৃত অবস্থায় তার লাশ উদ্ধার করে খানসামা থানা পুলিশ।
ঘটনাটি নিশ্চিত করে ওসি কামাল হোসেন বলেন, দুই কিশোরের মৃত্যুর বিষয়টি প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত মদপানে হয়েছে। তবে অধিকতর তদন্ত শেষে এই মর্মান্তিক মৃত্যুর কারন জানাতে পারব।