এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ মাঘের এই কনকনে শীতে দরিদ্র শীতার্তদের পাশে স্বাধীনতা পদক প্রাপ্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, এবছর দেশ সেরা করদাতাদের একজন, এবি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন।
অশুক্রবার (৬ জানুয়ারী) বিকেলে এবি ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার পাকেরহাট নাহার মার্কেট, খানসামা মহিলা কলেজ ও কাচিনীয় সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রায় ৫শ দরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা, এবি ফাউন্ডেশনের চীফ কো-অর্ডিনেটর জয়ন্ত রায়, সাবেক ইউপি চেয়ারম্যান এরশাদ আলী মন্ডলসহ উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন বলেন, প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে সামর্থ্য অনুযায়ী শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সকল সামর্থ্যবানরা এগিয়ে আসলে এই শীত গরীবের জন্য কষ্টের হবে না।