স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য, পানকৌড়ি নিউজের সম্পাদক অধ্যাপিকা অপু উকিল করোনাক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন থাকায় তার দ্রুত আরোগ্য কামনায় ময়মনসিংহ জেলা যুব মহিলা লীগের অন্যতম নেত্রী মাহমুদা হোসেন মলি ও ইশরাত জাহান ফ্লোরার উদ্যোগে ১২-০৪-২০২১ রোজ সোমবার বাদ মাগরিব ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিলের আশু রোগমুক্তি কামনায় অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পরিষদ সদস্য আলহাজ্ব শামসুল আলম তালুকদার, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এম এ কুদ্দুছ, শওকত জাহান মুকুল, দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাঈদ দ্বীন ইসলাম ফখরুল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শিব্বির আহম্মেদ চৌধুরী মিরন, আওয়ামী লীগ নেতা সেলিম আলমগীর, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বঙ্গবন্ধু শিশু একাডেমীর সভাপতি অধ্যাপিকা দিলরুবা সারমীন, নূরজাহান মিতু,জেলা যুব মহিলা লীগের নেত্রী তানিয়া ইয়াসমিন, মনিষা আক্তার মৌ,শানু আক্তার সহ জেলা যুব মহিলা লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত ছিলেন। জেলা যুব মহিলা লীগ নেত্রী মাহমুদা হোসেন মলির ব্যক্তিগত উদ্যোগে ১২-০৪-২০২১রোজ সোমবার বাদ জহুর ময়মনসিংহের বিভিন্ন এতিমখানায় করোনাক্রান্ত বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল ও তার স্বামী বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি’র দ্রুত আরোগ্য কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।পরবর্তীতে এতিমদের মাঝে জেলা যুব মহিলা লীগ নেত্রী মাহমুদা হোসেন মলির উদ্যোগে দুপুরের খাবার বিতরণ করা হয়।