জামালপুর প্রতিনিধি ॥
ভোট কেন্দ্র দখল, এজেন্টদের বের করে দেওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে জামালপুর পৌরসভার বিএনপি মনোনিত (ধানের শীষ) প্রতীকের মেয়র প্রার্থী অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। রবিবার দুপুরে সরদারপাড়াস্থ মেয়র প্রার্থীর নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ ভোট বর্জনের ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে বিএনপির মেয়র প্রার্থী অভিযোগ করে বলেন, নির্বাচনী যাচাই-বাছাইয়ের পর থেকে আওয়ামী লীগ একতরফাভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়েছেন। অথচ বিএনপির প্রার্থীকে প্রচার-প্রচারণায় বাধা ও বিভিন্ন হুমকি-ধামকি দিয়ে আসছিলেন তারা। সর্বশেষ নির্বাচনের দিন বিএনপির এজেন্টদের ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। বিএনপির কোন সমর্থকদের ধানের শীষ প্রতীকে ভোট দিতে দেওয়া হয়নি। অধিকাংশ কেন্দ্রেই আমার এজেন্টসহ বিএনপি সমর্থিত কাউন্সিলর ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলরের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। বিএনপির নেতাকর্মীরা অনেকেই শারিরীকভাবে লাঞ্চিতও হয়েছেন।

বিএনপি মেয়র প্রার্থী অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন আরও অভিযোগ করে বলেন, একতরফা নির্বাচনের মাধ্যমে একটি প্রহসনের নির্বাচন করা হয়েছে। তিনি সংবাদ সম্মেলনে ভোট বর্জন করে পুনরায় ভোট গ্রহনের দাবি জানান। সংবাদ সম্মেলনে জামালপুর জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শহীদুল হক খান দুলাল, খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *