কবি -মোঃ আতিকুর রহমান
হারিয়ে ফেলেছি মুখের ভাষা
জীবনের চলার পথে ছন্দ
অনুভূতির দরজা আস্তে আস্তে
সবগুলো হয়ে যাচ্ছে বন্ধ।
চিত্রপটে আঁকা সব স্মৃতিকথার
যতই দিতে চাই বিদায়
অতীতের ফেলে আসা দিনগুলো
ব্যাকুল করে নীরবে কাঁদায়।
চেষ্টা করেও ভুলতে পারিনা
তোমার সেই হাসিমাখা মুখ
ভোগবিলাসের মাঝেও
পাই না একটুখানি সুখ।
তব শাসন বারণ হীন এ জীবন
নিয়েছে মোরে পতনের অতলে
সময়ের স্রোতে গা ভাসিয়ে
নিজের অস্তিত্ব গেছি ভুলে।
ফিরতে চাই সেই অতীতে
জীবনে যতই আসুক কষ্ট
সক্ষমতা দাও ধৈর্য ধরার
হে দয়াময় করনা পথভ্রষ্ট।