রংপুর প্রতিনিধি
বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আনিসুর রহমান বলেছেন, অন্ধকারে নিমজ্জিত বেসিক ব্যাংকে এগিয়ে নিতে হলে সকলকে একযোগে নিবেদিতভাবে কাজ করতে হবে। অন্যরা যেভাবে এগিয়ে যাচ্ছে, আমাদেরও নতুনভাবে কৌশলী ভ’মিকা নিয়ে টিকে থাকতে হবে। ব্যাংকিং খাতের মূখ্য ভূমিকায় বিশ্বের অর্থনীতির সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশের অর্থনীতির ব্যাপ্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দেশের সম্পদ ব্যবহার করে সাধারণ মানুষের অর্থনৈতিক স্বছলতা আনয়ন, শিল্পোদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে দেশকে একটি স্বনির্ভর অর্থনীতি উপহার দেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক আমাদের কাজ করতে হবে। গতকাল শুক্রবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রংপুর নগরীর সেন্ট্রাল রোডস্থ বেসিক ব্যাংকের কার্যালয়ে রংপুরাঞ্চলের শাখা/উপ-শাখাসমূহের খেলাপী ঋণ আদায়, ব্যবসায়িক অগ্রগতি, শুদ্ধচার এবং তথ্য অধিকার বিষয়ক টাউন হল মিটিংয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বৈশ্বিক নানান সমস্যা থাকা সত্ত্বেও প্রতিযোগিতামূলক বাজারে বেসিক ব্যাংকে টিকে রাখতে হলে ব্যাংকের সাথে ব্যবসায়ী ও সাধারণ মানুষের যোগাযোগ বাড়াতে হবে। ঘরে বসে থাকলে হবে না। ঋণ খেলাপীদের নিয়ে আলাদাভাবে কৌশলী হয়ে কাজ করতে হবে। যাতে তারা ব্যাংকের বকেয়া টাকা পরিশোধ করেন সে বিষয়ে সবসময় তাগাদা দিতে হবে।
তিনি বলেন, ব্যাংকের সেবা কার্যক্রমে স্বচ্ছতা, ঋণ কার্যক্রম ত্বরান্বিতসহ আগামী ডিসেম্বর মাস থেকে বেসিক ব্যাংকে লাভজনক পর্যায়ে নিয়ে সকলকে একযোগে কাজ করতে হবে। তা না হলে এই প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকা যাবে না। যেখানে কর্মস্থল সেখানেই থাকতে হবে। কোন তদবির করলে চলবে না। তিনি বলেন, আমরা কেন আইএফএমএর কাছে ধর্ণা দিবো। নিজেদের অর্থ দিয়ে আমাদের উন্নতিসহ দেশের উন্নয়নে অংশিদার হবো।
তিনি আরও বলেন, বেসিক ব্যাংকের সার্বিক অবস্থার উন্নতিকল্পে আমানত সংগ্রহ বিশেষ করে সুদবিহীন, স্বল্প সুদবাহী আমানত সংগ্রহে জোরদার, বৈদেশিক রেমিট্যান্স এবং রপ্তানী বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করতে হবে। এর পাশাপাশি নিয়মিত ঋণ আদায়, শ্রেণীকৃত ঋণ আদায়ে জোরদারকরণসহ প্রত্যাশিত মুনাফা অর্জনের উপর বিশেষ গুরুত্ব দিয়ে তিনি বলেন, আমাদের শৃ*খলা বজায় রাখতে হবে। এছাড়াও সেবা সংক্রান্ত তথ্য সহজ করা, সেবা কার্যক্রমে ব্যবসায়ী ও সাধারণ মানুষদের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। এজন্য ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে হবে।
বেসিক ব্যাংকের রংপুরের নির্বাহী ব্যবস্থাপক আব্দুল কুদ্দুসের সভাতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুর রহিম, জেনারেল ম্যানেজার মোঃ ইকবাল হোসেন, জেনারেল ম্যানেজার আহম্মদ হোসেন, রিকোভারী হেড মোঃ ফিদা হোসেন, সৈয়দপুর শাখা ব্যবস্থাপক একেএম মামুনুর রশিদ, চিরিরবন্দর শাখা ব্যবস্থাপক মোস্তাক মামুন, রংপুর শাখা রিলেশনশীপ ম্যানেজার সাজেদুজ্জামান প্রমুখ।