মোঃ আশতাব হোসেন

ভেসে যায় অনবরত গলিত প্রত্যয়
নদী নয় সাগর নয় চোরা খাল দিয়ে,
এ জীবন বড় দামি, বিক্রি হয় সস্তায়।
জানে না বিক্রেতা চিনেনা ক্রেতার মানস
হিসাব বড় জটিল মেলানো কঠিন।

কষে যায় অংক পাতায় পাতায় পূর্ণ
খাতা হয়ে যায় শেষ; ফলাফল ভুল,
ভুলের মাঝে জন্ম লাভ অসীম ভুল
চলছে বয়ে আবেগের নায়ে হালের মাঝি।

নদীর যৌবনে ভাঙ্গে কিনার বাঁধা হীন করতে
ভেসে যায় সাথে স্রোতের উল্লাসে,
স্বপ্নের শেষ স্থির পারের স্তম্ভ কুটির সরঞ্জাম,
ছলছল জল কোটরের নিচে গড়ে কষ্ট হ্রদ!

মায়ার নিক্ষিপ্ত তীর এসে করে গভীর
শুল্ক পক্ষ, কৃষ্ণ পক্ষের নিয়ম প্রভাবে,
কষ্ট হ্রদের তলদেশে ক্ষত হয় উজ্জীবিত
মরে যায় আশা টুটে যায় জীবন মমতা।

এমন করেই অকালে অপ্রত্যাশিত
মরে গেছে কতো জীবনের দীপ্ত আশা,
স্মৃতির পাতায় কালো হরফে লিখে রেখে
সন্তপ্ত বঞ্চনার বিশদ বর্ণনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন