মারুফ সরকার ,বিনোদন প্রতিনিধি :
নির্মিত হয়েছে নীলিমা নিগার সুলতানার গাওয়া ‘শ্রাবণ এলো তবু তুমি এলে না’ শিরোনামের গানের মিউজিক ভিডিও ।
জাহাঙ্গীর মির্জার গীতিকাব্য ও সাবিদ আইয়ুব এবং শিল্পীর নিজের সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন জাহাঙ্গীর মির্জা ও টনি হিরা।
মিউজিক্যাল ফিল্মটি নির্মাণ করেছেন শিল্পী নীলিমা নিগার সুলতানা নিজেই। ডিওপি ছিলেন সুমন সেক। সম্পাদনায় শাজিবুজ্জামান দিপু ও রং বিন্যাস আশিকুজ্জামান অপু।
মিউজিক ভিডিওটি শিল্পীর নিজের ‘নীলিমার গান’ নামের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। মডেল হিসেবে কাজ করেছেন নীলিমা নিগার সুলতানা নিজেই। বিভিন্ন মনোরম লোকেশনে দৃশ্যধারনের কাজ করা হয়েছে ।
এ প্রসঙ্গে শিল্পী নীলিমা নিগার সুলতানা বলেন, গানটি প্রকাশের পর বেশ সাড়া পাচ্ছি। আশা করি, সকলের পছন্দ হবে। সামনে আরো অনেক গান স্রোতাদের জন্য প্রকাশ করবো। আপনারা আমার অনুপ্রেরণা। আপনাদের সাথে নিয়ে এগিয়ে যেতে চাই।