কলমে – মোল্লা হারুন উর রশীদ
একটি অবলা পাখির ভালোবাসায় মুগ্ধ হলাম।
মানুষ কে ভালোবেসে আঘাত পেলাম
মিথ্যার জোয়ারে
মোরা সকলেই মেলান।
আবারো আসিবে শীত
গাইবো মোরা বিরহের গীত।
বিরল হচ্ছে বিনোদন
হৃদয়ে ঝড়ে
মিথ্যা আস্ফালন।
কোথাও ফটফটা
কোথাও হচ্ছে ঘটা
হাটে যাই পকেট হয় খটা
ইলিশ খেতে মন চাইলেও
ঘরে চাউল নেই এক ছটা।
গগনে উরছে মন
মনের ডানা আহত
কিভাবে যাবে মন।
বিষম ব্যাথায়
হৃদয়টা আজি
শুধু ক্ষনে ক্ষনে কাঁদায়।