এসএম আসাদুজ্জামন ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
ফুলবাড়ীতে নিরাপরাধ গৃহবধুর জোরপূর্বক শরীর তল্লাশী করার নামে হেন্থা করার অভিযোগে কুড়িগ্রামের ফুলবাড়ী থানার উপপরিদর্শক (এস আই) ইসমাইল হোসেনকে কুড়িগ্রাম পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে ।
গত বধুবার সন্ধ্যায় পানিমাছকুটি গ্রামের ফাত্তার আলীর স্ত্রী শাহানাজ বেগম ও তার স্বজন ফরিদা বেগম সহ উপজেলার শিমুলবাড়ী সন্তরার পাড় গ্রামের ফজলুল হকের বাড়ী থেকে নিজ বাড়ীতে ফেরার সময় ঠাকুর পাঠ এলাকায় এস আই ইসমাইল হোসেন তাদের বাহনকৃত অটো রিক্স্রাটি আটকিয়ে শাহানাজ বেগমের শরীরের সাথে গাঁজা বাধা আছে বলে জোরপূর্বক রাস্তার পাশে করিম তেলির বাড়ীতে নিয়ে গিয়ে শরীর তল্লাশি শুরু করে। তল্লাশি চলা অবস্থায় হতভম্ব শাহানাজ জ্ঞান হারিয়ে মাটিতে লুটে পড়ে। অবস্থা বেগতিক দেখে ওই এস আই সটকে পড়েন। পরে স্থানীয়রা অসুস্থ্য শাহনাজকে ফুলবাড়ী সদর হাসপাতালে ভর্তি করায়। এর পরিপ্রেক্ষিতে আহতের স্বজনেরা অভিযুক্ত এস আই ইসমাইল হোসেনের প্রত্যাহার চেয়ে থানায় অভিযোগ করেন। পরে সরেজমিনে তদন্ত করেন নাগেশ্বরী বি-সার্কেল সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান । তিনি ঘটনার সত্যতা পাওয়ায় পুলিশ সুপারকে তার বদলীর জন্য সুপারিশ করেন। ওই সুপারিশে গতকাল রোববার এসআই ইসমাইলকে কুড়িগ্রাম পুলিশ লাইনে ক্লোজ করা হয়। এ ব্যাপারে জানতে চাওয়া হলে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানী অভিযুক্ত এস আই কে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন।