মারুফ সরকার,বিনোদন প্রতিনিধি:
অবশেষে সেন্সর ছাড়পত্র পেল ‘সাহস’ । সিনেমাটিকে ছাড়পত্র দেয়নি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান আপিল করলে সেন্সর বোর্ড কারণ দেখিয়ে প্রদর্শন–অযোগ্য ঘোষণা করে। কাটছাঁট করে নির্মাতারা পরে আবার নতুন করে সিনেমাটি সেন্সরে জমা দিয়েছিলেন। গত মঙ্গলবার সিনেমাটি সেন্সর সনদ পেয়েছে।
সিনেমাটির সেন্সরের খবরে খুশি নির্মাতা সাজ্জাদ খান। তিনি বলেন, ‘৬ সেপ্টেম্বর সিনেমাটি সেন্সর বোর্ডের সদস্যরা দেখেন। তখন তাঁরা ছোট দুটি অংশে সংশোধন করতে বলেন। তারপরই আমরা সংশোধন করে জমা দিই। গত মঙ্গলবার আমাদের ফোনে জানানো হয়, সিনেমাটি সেন্সর পেয়েছে। আমাদের জন্য এটা খুবই খুশির সংবাদ। এখন সিনেমাটি কীভাবে মুক্তি দেওয়া যায়, সেটি নিয়ে ভাবছি। আমাদের পরিকল্পনা রয়েছে, আগামী নভেম্বরে মুক্তি দেব।’
এতে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, নাজিয়া হক অর্ষাসহ থিয়েটার রেপার্টরির ৩০ জনের বেশি তরুণ অভিনয়শিল্পী।