মারুফ সরকার,ঢাকা
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশ প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আহ্বান জানিয়েছেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি – এনডিপি।
১৬ নভেম্বর ২০২১ইং তারিখ গনমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি – এনডিপি’র চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা ও মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি দশ লক্ষ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবতার মা উপাধি পেয়েছেন, এদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে করোনা কালিন সময়ে আপনার বিশেষ নির্বাহী আদেশে তাঁর বাসভবনে থেকে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের ব্যবস্থা করে সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। বর্তমানে বিরোধী দলের নেতা রওশন এরশাদ উন্নত চিকিৎসার জন্য বিদেশে গিয়ে চিকিৎসা গ্রহণ করছেন। এদেশের প্রতিটি নাগরিকের উন্নত চিকিৎসার অধিকার রয়েছে। সেখানে প্রচন্ড অসুস্থ অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জীবন – মৃত্যুর সন্ধিক্ষনে রয়েছেন এখনি তাঁর উন্নত চিকিৎসার প্রয়োজন। কোন কারণে সু-চিকিৎসার অভাবে অনাকাক্ষিত কোন ঘটনা ঘটে গেলে এর দায়ভার কোন ভাবে আপনি এড়াতে পারেন না। আপনার বিশেষ ক্ষমতায় আইনের মারপ্যাচের অজুহাত না দেখিয়ে বিদেশে প্রেরণের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে ইতিহাসের পাতায় নিজের নাম উজ্জ্বল করতে পারেন। আশা করছি আপনি মানবিক প্রধানমন্ত্রী হিসেবে এ বিষয়ে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করবেন। এনডিপির পক্ষ থেকে ২০২০ সালের ফেব্রুয়ারী মাসে আপনার বরাবর লিখিতভাবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার আহ্ববান জানানো হয়েছিল। সেই সময়ে আপনি যদি উদ্যোগ গ্রহণ করতেন আজ আপনার বিরুদ্ধে কেউ প্রশ্নের তীর ছুড়ে দিতে পারতো না। আমরা আবারও আপনার কাছে এ বিষয়ে লিখিত আহ্ববান জানাবো।