লালমনিরহাট প্রতিনিধি
জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারমারা মৌজাস্থ কইল্ল্যাটারী ধরলা নদী হতে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করার অভিযোগে পাটগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাজু আহমদসহ ৭জনকে আসামী করে মামলা করেছে পাটগ্রাম থানা পুলিশ।
গত ২৬ জানুয়ারি পাটগ্রাম থানা পুলিশ থানা পুলিশ ঘটনা স্থান থেকে চায়না শ্যালো মেশিন, রিং পাইপ, ডেলি ভেরি পাইপ উদ্ধার করেছে।
পাটগ্রাম থানা সূত্রে জানা যায়, পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারমারা মৌজাস্থ কইল্ল্যাটারী নামক স্থান হতে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করছিল। ঘটনাস্থল থেকে বালু ও পাথর উত্তোলনের সময় চায়না শ্যালো মেশিন, রিং পাইপ, ডেলি ভেরি পাইপ উদ্ধার করে। পরে বালু উত্তোলনের সঙ্গে সংশ্লিষ্ট ৭জনের বিরুদ্ধে ১৫ (১), বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০; বিপননের উদ্দেশ্যে উন্মুক্ত স্থান হইতে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করার অপরাধে মামলা করা হয়। পাটগ্রাম থানার এসআই হামিদুর রহমান বাদী হয়ে স্বেচ্ছাসেবক দল নেতাসহ ৭জনের নাম উল্লেখ করে ওই মামলাটি দায়ের করেন।
মামলার আসামীরা হলেন- পাটগ্রাম উপজেলার আমিনুর ইসলাম ওরফে আমিনুরের পুত্র পাটগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাজু আহমেদ ওরফে মোঃ রাজু মিয়া (৩০), শ্যামল মিয়া (২৮), মৃতঃ মন্দারের পুত্র রবিউল ইসলাম (৩৫), সাইফুল ইসলাম ওরফে তেইসার পুত্র নুর ইসলাম (৩০), আফতাব উদ্দিনের পুত্র ভূট্টু মিয়া (৩৮), বুদার পুত্র শাহিন মিয়া (৩০)সহ অজ্ঞাতনামা ৮/১০জন। মামলা নং-১৪, তারিখ-২৬/০১/২০২৫ইং ধারা ১৫(১), বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ রুজু করা হয়।
এ বিষয়ে আসামী পাটগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাজু আহমেদ ওরফে মোঃ রাজু মিয়ার বক্তব্য জানা যায়নি।
পাটগ্রাম থানার ওসি আশরাফুজ্জামান সরকার জানান, বার বার সতর্ক করার পরেও তারা অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। পরে অভিযান চালিয়ে বালু উত্তোলনের সময় শ্যালো মেশিন, রিং পাইপ, ডেলি ভেরি পাইপ উদ্ধার করা হয়। পরে ৭জনের মামলা করা হয়েছে।