কলমেঃ রফিকুল হায়দার
কি দিয়েছিলে, কি নিয়েছিলে
কাঁদে বুকে দুটো সুখ
আমি যে তোমারি আজো রয়েছি
যতই দাও গো দুখ
কি দিয়ে তুমি মাপবে আমায়
বলো আজ মোরে শুনি
কড়া ক্রান্তি ভুল হলে পরে
রায় দেবেন যে তিনি
মুখে মুখে শুধু কোটী ছাড়া
হাজার হিসেবে নাই
সত্যের পথে এখনো আছি
মিথ্যের যে নাই ঠাঁই
যত কাঁদো হাসো পারো যত ঠাঁসো
মাফ হবেনা যে আর
চোখের জলে, নাকের পানিতে
হলে তুমি একাকার
ভুলের কারণে আর ভুল নয়
যা হবার সেতো হবে
অন্যের দোষ যতই দেবে
কষ্ট ততই পাবে
তার চেয়ে ভালো এসে তুমি বলো
আর নয় অভিমান
একসাথে রব একসাথে খাবো
রচিব নতুন প্রান।।