কুড়িগ্রাম (উত্তর) প্রতিনিধি:-
অভিযোগ পাওয়ার এক ঘন্টার মধ্যে স্কুল ছাত্রীকে উত্তক্তকারী যুবককে আটক করেছে পুলিশ। পরে উত্তক্তের শিকার এক ছাত্রীর পিতা বাদী হয়ে মামলা করলে আটক যুবককে গ্রেফতার দেখানো হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার সবুলপাড় বহুমূখী উচ্চ বিদ্যালয়ের কয়েকজন ছাত্রীকে স্কুলে যাওয়া আসার পথে দীর্ঘদিন থেকে উত্তক্ত করে আসছে ৭/৮ জন যুবকের একটি দল। আর এ দলের নেত্রীত্ব দিত কেদার ইউনিয়নের সাহেবের খাস এলাকার হোসেন আলীর ছেলে রাকিবুল ইসলাম। দিন দিন তাদের উত্তক্তের মাত্রা বাড়তে থাকে। স্থানীয়ভাবে মেয়েদের অভিভাবকরা কয়েকদফা যুবকদের শতর্ক করলেও থামেনি তারা। বুধবার ১৭ মে সকাল নয়টায় কোচিং শেষে তিন ছাত্রী বাড়ি ফেরার পথে ফের উতক্ত করে তারা। এসময় আয়শা সিদ্দিকা নামের দশম শ্রেণীর এক ছাত্রীকে আম দিয়ে ঢিল ছুড়ে তারা। পরে বিষয়টি কচাকাটা থানায় অবগত করলে ১ ঘন্টার মধ্যে অভিযুক্ত রাকিবুল ইসলামকে আটক করে পুলিশ।
বিকালে আয়শা সিদ্দিকীর পিতা আজিম উদ্দিন বাদী হয়ে আটক রাকিবুল ইসলাম ও একই এলাকার হাফিজ উদ্দিনের ছেলে আলতাব হোসেনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরোও কয়েকজনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মর্তুজা জানান, স্কুল ছাত্রীদের উত্তক্তের বিষয়ে মামলা হয়েছে। একজনকে গ্রেফতার করা হয়েছে। এর সাথে জড়িতদের গ্রেফতারের প্রচেষ্টা চলমান রয়েছে।