এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি :
অর্থের অভাবে দিনাজপুরের খানসামা উপজেলার সোহেল ইসলাম নামে নবম শ্রেণীর এক মেধাবী শিক্ষার্থীর পড়ালেখা বন্ধ হওয়ার পথে। সোহেল ইসলাম উপজেলার আংগারপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা ও ভ্যানচালক আনোয়ার হোসেনের ছেলে।
জানা যায়, সোহেল ২০১৪ সালে প্রাথমিক সমাপনী পরীক্ষায় জিপিএ ৪.৭৬ এবং ২০১৭ সালে জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়ে এখন শাহপাড়া উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীতে অধ্যয়নরত এমতাবস্থায় তাঁর দরিদ্র ভ্যান চালক বাবার পক্ষে পড়ালেখার ব্যয় বহন করা সম্ভব না হওয়ায় সোহেলের পড়ালেখা বন্ধ হওয়ার পথে।
মেধাবী শিক্ষার্থী সোহেল কান্নাজড়িত কন্ঠে জানান, এক ভাই-এক বোনের মধ্যে সে বড়। অনেক কষ্ট করে পড়ালেখা করছি কিন্তু দরিদ্র বাবার পক্ষে আমার খরচ চালানো সম্ভব হচ্ছে না এতে আমার ডাক্তার হওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাচ্ছে।
সোহেলের বাবা আনোয়ার হোসেন জানান,ভিটে ছাড়া আমার কিছু নেই। ভ্যান চালিয়ে যা পাই তা দিয়ে কোন রকম সংসার চলে কিন্তু আমার ছেলেকে ঠিক মতো লোখাপড়ার খরচ দিতে পারি না আর পরিবারে অভাবের কারনে কাজ করতে হয় এতে সে নিয়মিত স্কুলে যেতে পারে না। আপনার ছেলের স্বপ্ন পূরণ করতে বিত্তবানদের সহযোগিতা ছাড়া সম্ভব নয়।
যদি কোন হৃদয়বান ব্যক্তি,প্রতিষ্ঠান ছেলেটি লেখাপড়ার ব্যাপারে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে তার স্বপ্ন পূরণে অনেক দূর এগিয়ে যাবে। যোগাযোগের মাধ্যম- আনোয়ার হোসেন (সোহেলের বাবা) ০১৭৪০২৯৬৮৩৯ (বিকাশ)